parbattanews

বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ রক্ষায় কাপ্তাইয়ে দশ হাজার তাল বীজ রোপন

কাপ্তাই প্রতিনিধি:

বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল হতে মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাঙ্গামাটি জেলার প্রশাসকের সার্বিক তত্বাবধানে কাপ্তাই উপজেলায় সোমবার দশ হাজার তাল গাছের বীজ রোপন করা হয়। বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ও পরিবেশ হতে রক্ষা পাওয়ার জন্য সরকারের পক্ষ হতে এ উদ্যোগ নেওয়া হয়।

কাপ্তাইয়ের সরকারি/বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে এ বীজ রোপন করা হয়। কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এ বীজ বোপন করে কাজের কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশী সাহা, উপজেলা স্কাউট সম্পাদক মাহাবুব হাসানসহ বিভিন্ন উপজেলা কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version