প্রসূতির পেট থেকে বের হলো বেন্ডিজ গজ সুতা

কক্সবাজার প্রতিনিধি:

শহরের সী সাইট হাসপালে অপারেশন করে বের করা হলো গজ এবং কটন। ৪ মাস মৃত্যু যন্ত্রণা থেকে রেহায় পেল প্রসূতি।

গতকাল(৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সী সাইট হাসপাতালের চিকিৎসক অপারেশনের মাধ্যমে ডা. শাহ আলম বের করলেন রোগী রিনা শীলের পেট থেকে বেন্ডিজ, গজ এবং অপারেশনে ব্যবহৃত সুতা। রিনা শীল খুরুস্কুলের শিল পাড়ার রনজীৎ শিলের স্ত্রী।

রনজিৎ শীল জানান,  আমার স্ত্রীকে সন্তান প্রসবের জন্য গত ১৭ আগস্টে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করি। সিজারের মাধ্যমে মৃত পুত্র সন্তান জন্ম হয়। সিজার শেষে ২৪ আগস্ট আমাদের সিট কেটে দেয় প্রসুতি বিভাগ। বাসায় চলে আসার পর প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়। পরে অপারেশনের স্থান দিয়ে পঁচা পূজ বের হতে থাকে। ৫ মাস কষ্ট পাওয়ার পর সী সাইটে স্ত্রীকে নিয়ে আসি। গতকাল চিকিৎসক শাহ আলম অপারেশন করে পেট থেকে বেন্ডিজ, গজ এবং সুতা বের করলে আমরা হতবাক হই। এখন রিনা সী সাইটে ভর্তি রয়েছে। তার যন্ত্রণা কমতে শুরু করেছে বলে জানান স্বামী রনজীৎ।

তার দাবি চট্টগ্রাম মেডিকেলে এমন মারাত্বক ভুল চিকিৎসাকারীর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তার মত দরিদ্র পরিবারের দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় ওই চিকিৎসকের দণ্ড হোক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন