প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: টাস্কফোর্স চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাও। কোন সরকারই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এমন পদক্ষেপ গ্রহণ করেননি যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনা শুধু সরকার প্রধান নয়, তিনি একজন শিক্ষা বান্ধব মমতাময়ী মা। তিনি এ জনপদের উন্নয়নে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

স্বাধীনতার পরে একসাথে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, অচিরেই দেশে আরও পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন হবে প্রধানমন্ত্রী শেখ হানিার হাত ধরেই। তিনি শুধু শিক্ষা প্রতিষ্ঠানকেই জাতীয়করণ করেননি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মর্যাদাও বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৪ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে মাটিরাঙ্গার দুর্গম ওয়াচু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন শেষে আয়োজিত অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে ডায়েরি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়াচু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বর্তমান সরকার শিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাকে উন্নতির শিখরে পৌঁছার সোপান মন্তব্য করে সকলকে সরকারের এ সুযোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

উল্লেখ যে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩) এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬০ লাখ টাকা ব্যয়ে ওয়াচু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি নির্মাণ করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও ধলিয়া মৌজার মৌজা প্রধান চাইলাপ্রু চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন