প্রথমবারের মতো থানচি হাই স্কুলে শুরু হল অনলাইনে ভর্তি প্রক্রিয়া

থানচি প্রতিনিধি:

এই প্রথম থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ভিত্তিক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হল । এর আগে কখনও থানচি উপজেলায় অনলাইনে ভর্তি হওয়া সম্ভব হয় নি। বিদ্যালয়ে সংশ্লিষ্টরা ও  পরিচালনা পর্ষদের  উদ্যোগ ও সরকারি নির্দেশনায় থাকায় এই প্রথম চালু হল অনলাইনে ভর্তি।  এজন্য প্রয়োজনীয়     EIIN NO: ১০৩১৪৮, Scholl Code: ৫৭৫৮, Mobail: ০১৫৫৩২৪১৭৫৮।

থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আগামী ২০১৭ সালে ৬ষ্ট শ্রেনীতে ভর্তিচ্ছুদের অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করা হচ্ছে । ১ লা ডিসেম্বর ২০১৬ তারিখ থেকে আগামি ১২ ই ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন ফরম পূরণ করা যাবে। ১৩ ই ডিসেম্বর এর পর আর কোন আবেদন গ্রহনযোগ্য হবেনা।

ভর্তি সংক্রন্ত বিবিধ বিষয়ে বিশেষ পরামর্শ দরকার হলে  বিদ্যালয়ের অফিস কক্ষে (০১৫৫৩২৪১৭৫৮ এই নাম্বারে) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন