পেকুয়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুল করিমের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি। এ সময় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া সানরাইজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এইচ এম নুরুল আবছার, উজানটিয়া উপকুলীয় সমবায় জনকল্যাণ সমিতির সভাপতি মো. হানিফ চৌধুরী, পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি তারেক ছিদ্দিকী, পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি অসীম বিশ্বাস, দিগন্ত মাল্টিপারপাস এর সভাপতি দিদারুল ইসলাম, পেকুয়া আমরা পারি সমবায় সমিতির সভাপতি ইমাম উদ্দিন, পেকুয়া টম টম চালক সমবায় সমিতির সভাপতি মো. ফারুক। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় পরিদর্শক দিদারুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন কম্পিউটার অপারেটর রিমন সেন।

এ সময় বক্তা বলেন সমবায় শক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি করা সম্ভব। সমবায়ের মধ্যে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উৎপাদনমুখী সমবায় সংগঠন গড়ে উঠে।

অনুষ্ঠান শেষে অতিথিরা পেকুয়া উপজেলা সমবায় অধিদপ্তর থেকে আশ্রয়ন প্রকল্পের ১০জন উপকারভোগী কে প্রতিজন ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন