পেকুয়ায় প্রবাহমান খাল ভরাট করে আওয়ামীলীগ নেতার ভবন নির্মাণ


পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের টইটং খাল প্রকাশ পঁচা করিলা প্রবাহমান খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করছেন বলে ক্ষমতাসীন দল আ’লীগের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের নোয়াখালী ব্রিজের দক্ষিণ পাশে খাল ভরাট করে পাকা ভবণ নির্মাণ কাজ করে চলেছেন বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসাইন।

স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি এ পরিবেশ বিধ্বংসী কাজ চালিয়ে যাচ্ছেন। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন দেখা দিতে পারে।

বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসাইন জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ সূত্রে জায়গাটির বৈধ মালিক তিনি। তাই নিজের জায়গায় তিনি দোকান ঘর নির্মাণ করছেন।

এ ব্যাপারে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বদিউল আলম জিহাদী বলেন, বিষয়টি আমার জানা নেই। তারপরেও আমি খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, প্রবাহমান খাল ভরাট আইনত অপরাধ। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন