parbattanews

পুলিশের বাধায় খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পুলিশের বাধায় খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূল সড়কে উঠতে চাইলে গণপূর্ত ভবনের সামনে পুলিশের বাঁধার মুখে পড়ে।
পরে সেখানে আয়োজিত সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী শান্তিপূর্ণ মিছিল ও বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীদের আসার পথে পুলিশের বাধার অভিযোগ করে বলেন, সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারান্তরীন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে না ফেরার ঘোষণা দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা হবে বলে হুশিযারী উচ্চারণ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও ছাত্রদল নেতা জাহিদ হোসেন।
এ সময় খাগড়াছাড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মার্মা, অনিমেষ দেওয়ান নন্দিত, বেলাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version