নানিয়ারচরে পাহাড় ধসে হতাহত ১১

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বিভিন্ন জায়গায় পাহাড় ধসে ১১ জন হতাহত হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাপস শীল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনডিসি জানান, নানিয়ারচর উপজেলার শিকলপাড়া, বড়পুল এবং হাতিমারা গ্রামে পৃথক পৃথক সময়ে পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো মেলেনি। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয়রা।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামপুরে ৪৫টি, বগাছড়িতে ৪২টি, এবং বুড়িঘাটে ১টি বসত ঘর পাহাড় ধসে মাটি চাপা পড়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। তিনি আরও জানান, আমরা উদ্ধারকাজে অংশ নিতে দুটি টিম ঘটনাস্থলে রওনা করেছি।

এদিকে পাহাড় ধসের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন