পাহাড় কাটার অভিযোগে ২টি ড্রাম ট্রাক আটক, ১টি ছিনতাই করে নিয়ে গেছে যুবলীগ ক্যাডাররা

pic pahar kata pekua (2)
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় প্রতিদিন পাহাড় কাটা নিয়ে বিভিন্ন পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে জেলা পরিবেশ অধিদপ্তরের। গত ২৭ জুলাই দুপুর ২টায় পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক সর্দার শফিউল ইসলামের নেতৃত্বে উপজেলার শীলখালী মাঝের ঘোনা এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার সময় মাটি ভর্তি ২টি ট্রাক আটক করে।

পরে ট্রাক ২টি থানায় নিয়ে আসার সময় চড়াপাড়া ষ্টশনের একটু ভিতরে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের ছোট ভাই আজিম, কাইয়ুমসহ বেশ কয়েকজন গিয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের সাথে কথাকাটাকাটি করে ১টি ড্রাম ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। ঐ গাড়ির মালিক উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা রমিজ উদ্দিন আহমদ। অপর গাড়িটি থানায় জিম্মায় দিয়ে যায়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক সর্দার শফিউল ইসলামের সাথে কথা হলে তিনি আটকের সত্যতা স্বীকার করে জানান, পাহাড় কাটা চরম অপরাধ। পরিবেশ চরমভাবে হুমকির মুখে। আটককৃত গাড়িগুলো থানায় আনার সময় যুবলীগ সভাপতির ভাইরা আমাদের কাছ থেকে ছিনতাই করে নেয়। এ ব্যাপারে পরিবেশ আইনে মামলা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন