পাহাড়ি পল্লীতে হামলার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

90

মো. ইমরান হোসেন, মানিকছড়ি:

‘মানিকছড়িতে আব্দুল মতিন হত্যার সাজানো নাটক বন্ধ করা, বাঙালী কর্তৃক সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িত মোজ্জামেল গংদের গ্রেপ্তার, আটক রিপ্রুচাই মারমা ও উসামং মারমার নিঃশর্ত মুক্তির দাবিতে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকছড়ি-রামগড় ভুমি রক্ষা ছাত্র ও যুব কমিটি।

রবিবার সকাল ১১টায় উপজেলার গবামারায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ নেতা উচামং মারমা, চিনুমং মারমা ও নারী নেত্রী উক্রাচিং মারমা।

সমাবেশে যোগ দেয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভায় পাহাড়ি গ্রামবাসীদের ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশা-পাশি আটক দুই নিরীহ গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য যে, উপজেলার নির্জন জনপদ লাফাইদংপাড়ায় গত ২ সেপ্টেম্বর রাতে বৃদ্ধ কৃষক আদুল মতিনকে নির্মমভাবে পিটিয়ে ও জবাই করে হত্যা করে উপজাতীয়রা। এই ঘটনার জের ধরে ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে প্রতিপক্ষের উপর বাঙালীরা চড়াও হলে ৪ পাহাড়ী আহত হন। এতে করে এলাকার পরিস্থিত অশান্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনের উপজেলার দূর্গম এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন