পার্বত্য প্রতিমন্ত্রী’র বাইশারীতে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

বাইশারী  প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং (এমপি) এর আগমন উপলক্ষে বাইশারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য আব্দুর রহিম এর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী বলেন, ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) মহোদয় আগমনের কথা রয়েছে। তাই এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ ও দলমত নির্বিশেষে ওই দিন জনসভায় উপস্থিতি নিশ্চিত করার লক্ষে ও পরামর্শের জন্য এই সভার আয়োজন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর মানে এলাকার উন্নয়নের নাম। মন্ত্রী মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় বাইশারীতে স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পর আজ বিদ্যুৎতায়ন হয়েছে। পাশাপাশি অসংখ্য রাস্তাঘাট, কার্পেটিং, ব্রিক সলিং, ব্রীজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, প্রতিষ্ঠানের আসবাবপত্র প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, বৌদ্ধ বিহার নির্মাণসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানেও অর্ধ কোটি টাকার কাজ এলাকায় চলছে। তাই তিনি মন্ত্রী মহোদয়ের আগমনে উপলক্ষে এখন থেকে সকলের আগাম প্রস্তুতির নেওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজুর পরিচালনায় প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনকে রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার, নাজমা খাতুন রাবার বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. আল আমিন, অপরাজিতা রাবার বাগানের ব্যবস্থাপক মো. শফি, যুবলীগ নেতা আবু জাফর, শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর প্রমুখ।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান শামশুল আলম, প্যানেল চেয়ারম্যান- (২) সাবেকুন্নাহার, মহিলা ইউপি সদস্যা সেলিনা আক্তার বেবি, ইউপি সদস্য আবু তাহের, আনোয়ার ছাদেক, আবুল হোসেন আবু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, ডিভাইন রাবার বাগান ম্যানেজার রবিউল হাসান, পিএইচপি রাবার বাগানের অফিস সহকারী মো. ইউনুছ, শাহ্ নুরুদ্দিন মাদ্রাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নছর, সাবেক ইউপি সদস্য মো. শফি প্রমুখ।

এছাড়াও প্রস্তুতি সভায় এলাকার সুশীল সমাজসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন