parbattanews bangladesh

পার্বত্য নিউজে সংবাদ প্রকাশের পর দ্রুত বান্দরবান-নীলাচল সড়কের আংশিক সংস্কার

জেলা প্রতিনিধি, বান্দরবান:
গতকাল পার্বত্য নিউজ এ বান্দরবান-নীলাচল সড়কের বেহাল অবস্থা শীর্ষক সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। এর প্রেক্ষিতে তাৎক্ষনিক সড়কটির আংশিক সংস্কার করা হয়েছে। ফলে স্থানীয়রা পার্বত্য নিউজের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে। এতে পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করতে পেরে তুলনামূলক ভাবে সন্তুষ্টি প্রকাশ করলেও সড়কটির বিভিন্ন স্থানে এখনো বড় বড় খাদ এর কোন সংস্কার করা হয়নি। যার প্রেক্ষিতে মোটরসাইকেল আরোহীরা দূর্ঘটনার সম্মুখিন হচ্ছে।

সড়কটির দুই পাশে বড় বড় আগাছা ও পাহাড়ী জঙ্গল থাকার কারনে আকা বাকাঁ টার্নিং গুলোতে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটনা ঘটছে। এতে যেকোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার সম্মুখিন হতে পারে পর্যটকরা। তাই ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের দাবী অবিলম্বে সড়কটি দ্রুত সংস্কার করে যাত্রীসাধারণের চলাচলের জন্য উপযুক্ত করা হোক।