পার্বত্য চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে

 

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি সেনাজোনের উদ্যেগে আয়োজিত পার্বত্য চুক্তির ২০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহাম্মদ পিএসসি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির ফলে সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে টাউন হলে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন উপঅধিনায়ক মেজর মনজুর-ই-এলাহী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জবাইরুল হক, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী শাহাজান পাটোয়ারী, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর স্বার্থে খুবই আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। ঐতিহাসিক এ শান্তি চুক্তির ফলে দীর্ঘ ২৪ বছরের সশস্ত্র সংঘাত বন্ধ হওয়ায়  শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাট নির্মাণসহ প্রত্যেকটি ক্ষেত্রে অকল্পনীয় পরিবর্তন ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম এর নান্দনিক সৌন্দর্য্য এখন দেশে বিদেশেও পরিচিতি লাভ করছে।

এভাবে শান্তি বজায় থাকলে উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত থাকবে। নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তাবাহিনীও পাহাড়ে উন্নয়ন অব্যাহত রেখেছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে যার যার এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার সকলের  প্রতি আহ্বান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন