পানছড়ি বাজারে অস্বাভাবিক আকৃতির মূলা

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে অস্বাভাবিক আকৃতির বেল, কচু, কলার মৌচা ও আনারস দেখা গেলেও এবার দেখা মিলল অস্বাভাবিক আকৃতির মূলা। যা দেখতে অনেকটা বসার আসন ও ইংরেজি এম এর মতো প্রায়।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে পানছড়ি সবজি বাজারে এই মূলাটি এক নজর দেখতে জমে উঠে উৎসুক দর্শনার্থীর উপচে পড়া ভীড়। প্রায় শতাধিক লোক এই মূলাটি একবার নিজ হাতে ছুঁয়ে দেখে।

উপজেলার ৩নং সদর পানছড়ি ইউপির দমদম গ্রামের মৃত মফিজ আহমদের ছেলে আবদুল হাফেজ সকালে নিজ জমিতে মূলা  তুলতে গেলে এই মূলাটি মাটি থেকে উঠে আসে।

তার ধারণা ছিল বাজারে নিয়ে আসলে এটা বিক্রি হয়ে যাবে কিন্তু বাজারে আসার পর দর্শনার্থী দেখে সে নিজেও অবাক। সে জানায়, বিগত ১২-১৩ বছর ধরে মূলা চাষ করলেও অস্বাভাবিক আকৃতির মূলার দেখা এই প্রথম।

পানছড়ি উপজেলার কৃষি অফিসার আলাউদ্দিন শেখ জানায়, মূলাটি অস্বাভাবিক আকৃতির এটা সত্য। তবে এমনটি কখনো হয়না। মূলার জন্মের সময় শেকড়ে ইনজুরির কারণে এটি দুভাগে ভাগ হয়ে অস্বাভাবিক আকৃতির হয়েছে বলে তিনি মনে করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন