parbattanews

পানছড়ি ফুটবল একাডেমিকে আর্থিক সহায়তা দিল সাব জোন

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়ি উপজেলার প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন পেশা ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে গঠিত পানছড়ি ফুটবল একাডেমিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে পানছড়ি সাব জোন।

২২ বীর খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের অধিনায়ক মেজর সোহেল আলম ২৯’জুলাই (রবিবার) বিকেল ৫টায় ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলারদের সাথে মত বিনিময় করেন এবং তাদের সাথে আনন্দঘন মুহুর্ত পার করেন। তিনি মাদক মুক্ত থেকে ভালোভাবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ সময় তিনি একাডেমির পরিচালক শাহজাহান কবির সাজু ও কোচ ক্যাপ্রুচাই মারমার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। খেলা পাগল ও শিশু বান্ধব জোন অধিনায়ক মেজর সোহেল আলম এর আগেও উপজেলার করল্যাছড়ি, রাঙাপানিছড়াসহ বিভিন্ন এলাকার কোমলমতি শিশুদের মাঝে চকলেট ও ফুটবল বিতরণ করে তাদের সাথে প্রাণবন্ত সময় পার করেন।

পানছড়ি ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার জুয়েল রানা, বাবু, জেমিক, রাশেদ, সুজন, জমং, রায়হান, ইউনুচ, নাজিমেরা জানায়, স্যারের সাথে খুব সুন্দর একটা মুহুর্ত পার করেছি যা আমাদের খেলার গতি ও আগ্রহকে অনেক অনুপ্রেরণা যোগাবে।

Exit mobile version