পানছড়ির সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলায় উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

পানছড়ি প্রতিনিধি:

“সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা উপলক্ষে নানান আয়োজন করেছে পানছড়ি উপজেলা প্রশাসন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ সংস্কৃতি প্রদর্শন করে চাকমা, বাঙালি, ত্রিপুরা, সাঁওতাল ও মারমা সম্প্রদায়ের শিল্পীরা। বিশেষ করে কল্পরঞ্জন ত্রিপুরার নেতৃত্বে কারিগড় পাড়া ত্রিপুরা সম্প্রদায়ের গরয়া ও মিলন সাঁওতালের নেতৃত্বে কানুনগো পাড়া সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাঁওতাল নৃত্য প্রদর্শনকালে করতালিতে উৎসবে মেতেছিল দর্শনার্থীরা।

মঙ্গলবার(৩০ অক্টোবর) মঙ্গলবার দিনের শুরুতে র‌্যালীর নেতৃত্ব, অনুষ্ঠানের উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন শেখ, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন