Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পানছড়িতে পুকুরে বিষ, মরলো ৪ লক্ষাধিক টাকার মাছ

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি:

পানছড়ি উপজেলাটি জেলার সবচেয়ে শান্তিপ্রিয় উপজেলা হিসেবে ছিল ব্যাপক পরিচিতি। কিন্তু এ শান্তিপ্রিয় সুখের সংসারে বিগত সপ্তাহখানেক ধরে জ্বলছে অশান্তির আগুন।

জিয়ানগর কবরস্থান মসজিদ এলাকায় সন্ত্রাসী হামলা, পানছড়ি বাজার প্রধান সড়কে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতার বাড়িতে আগুন, আওয়ামী লীগের দলীয় কার্যালয় নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত রাতে পুকুরে বিষ ঢেলে মাছ মারার মত ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছ মরে পানিতে ভেসে উঠে।

শনিবার(১১ নভেম্বর) সকালে উল্টাছড়ি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় মাছ মরে থাকার চিত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪নং লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মালেকের ছেলে শফিকুর আলমের পুকুরটির আয়তন প্রায় ১ একরের অধিক। পুকুরটিতে দীর্ঘ বছর ধরে মাছ চাষ করে আসছে সাবেক ইউপি সদস্য মো. আবদুর রাজ্জাক।

শুক্রবার দিবাগত রাতে কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে এলাকাবাসীরা পুকুর পাড়ে এসে দেখে সব মাছ মরে পানিতে ভাসছে। এ খবর চারিদেকে ছড়িয়ে পড়লে উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শত শত লোক ছুটে আসে ঘটনাস্থলে। এই সময় প্রত্যক্ষদর্শীরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায়।

উল্টাছড়ি ইউপির মধ্যনগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. আবদুর রাজ্জাক জানায়, বিগত ৩বছর ধরে মাছ বিক্রি করি নাই। রুই, কাতলা, মৃগেল বিভিন্ন প্রজাতির মাছগুলো প্রায় ২/৩ কেজি. ওজনের হয়েছিল। এ ঘটনায় আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে পথে বসতে বসেছি।

এ ব্যাপারে পানছড়ি থানার অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।  এ ব্যাপারে অভিযোগ নিয়ে আসলে আইনগত ব্যবস্থা  নেয়া হবে। মো. আবদুর রাজ্জাক জানান, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন