পানছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

পানছড়ি প্রতিনিধি:

“বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’১৮।

বুধবার (২৮মার্চ) সকাল ১০টায় পানছড়ি উপজেলা পরিষদ, প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সমন্বয়ে পানছড়ি উপজেলা পরিষদে মানব বন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

পরে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা।

এসময় প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. অনিল কান্তি দে ও সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহাম্মদ।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ক গ্রুপ ও খ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন