পহেলা বৈশাখে শাকিব খানের কোনো ছবি মুক্তি পাবে না

ডেস্ক রিপোর্ট:

উৎসব মানেই বড় বাজেটের ছবি। আর বিনোদন মানেই সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা। বাংলাদেশে যাঁরা সিনেমা হলে গিয়ে ছবি দেখেন, তাঁদের বড় একটা অংশ শাকিব খানের ফ্যান। তাঁরা শাকিব খানের ছবি দেখতে চান।

তবে তাঁদের জন্য খারাপ খবর হচ্ছে, আগামী পহেলা বৈশাখে শাকিব খানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না।

যৌথ প্রযোজনার নতুন নীতিমালার কারণে ‘চালবাজ’ এখন ভারতের ছবি। সে হিসেবে ভারতে ছবিটি মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। তা হলে বাংলাদেশে কবে মুক্তি পাবে ছবিটি?

এস কে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বলেন, ‘আমরা ছবিটি যৌথ প্রযোজনা হিসেবে কাজ করেছিলাম।

তবে নতুন নীতিমালায় আমরা ছবিটি যৌথ প্রযোজনা হিসেবে মুক্তি দিতে পারিনি। তারপর চিন্তা করেছিলাম, ছবিটি দুই দেশে একসঙ্গে মুক্তি দেওয়া যায় কি না।

তবে এখন বাংলাদেশে সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছে ছবিটি। তার পরই মুক্তির তারিখ ঠিক হবে। তবে কলকাতায় ১৩ তারিখই মুক্তি পাবে।

ভিন দেশি ছবি হিসেবে ‘চলবাজ’ বাংলাদেশে আমদানি করছেন গোলাম কিবরিয়া লিপু। তিনি বলেন, ‘এখন ছবিটি মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছে। সেখান থেকে অনুমতি পাওয়ার পর আমরা সেন্সর বোর্ডে জমা দেবো। এরও ২০ দিন পর মুক্তির জন্য তারিখ পাব। কবে মুক্তি দিতে পারব, এখনো তা বলা যাচ্ছে না।’

প্রযোজক ও আমদানিকারক গোলাম কিবরিয়া লিপু আরও বলেন, “আমি বাংলাদেশের একজন প্রযোজক হিসেবে জানি, আমাদের দেশের দর্শক শাকিব খানের ছবি ছাড়া দেখতে চায় না। গত দিনগুলো আমরা বারবার তার প্রমাণ পেয়েছি। এমন উৎসবগুলোতে শাকিব খানের ছবি ছাড়া দর্শক হলে আসেন না, সিনেমা হলের মালিকরাও ব্যবসা করতে পারে না। ‘চালবাজ’ ছবিকে শুধু কলকাতার ছবি বললেই হবে না। মনে রাখতে হবে এখানে অভিনয় করেছেন আমাদের দেশের হিরোসহ আরো অনেকেই।”

ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান এস কে মুভিজ। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *