Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পর্যটনশিল্প বিকাশে আসছে মেগাপ্রকল্প

পার্বত্যনিউজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, পর্যটন শিল্প বিকাশে ১৩শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।

তিনি বলেছেন, অমিত সম্ভাবনার অফুরন্ত উৎস বাংলাদেশের পর্যটন শিল্পকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানময় অন্যতম উৎসে পরিণত করতে সরকার ১৩শ কোটি টাকার প্রকল্প নিয়েছে। যা অবকাঠামো সুবিধা ও মানবসম্পদ খাতে ব্যয় হবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) মহাখালীর বাংলাদেশ পর্যটন কপোরেশনের (বিপিসি) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় বিপিসির সভাপতি আখতার উজ্জামান খান সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি মহাপরিকল্পনা নিয়েছে। পৃথিবীর পর্যটকরা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গর্জন শোনেনি। বাঘ দেখেছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার দেখেনি, লেক দেখেছে রাঙামাটির মতো নয়নাভিরাম সৌন্দর্য দেখেনি। এসব দেখতে পর্যটকদের বাংলাদেশে নিয়ে আসতে যা কিছু করা সম্ভব সরকার সব করবে।

এসময় লক্ষ্য সফল করতে কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্যটন, বাজেট, মন্ত্রণালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন