parbattanews

নিখোঁজের ৫ দিন পরও উদ্ধার হয়নি আলীকদম মাদরাসার ছাত্র নিয়ামুল

আলীকদম প্রতিনিধি:

নিখোঁজের ৫ দিন পরেও উদ্ধার হয়নি বান্দরবানের আলীকদম উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ‘আলীকদম ফয়জুল উলুম মাদরাসা ও এতিমখানার হেফজুল কোরআন বিভাগের ছাত্র মো. নিয়ামুল হাসান (১০)।

গেল বুধবার (২৭ জুন) এ শিশুটি কাউকে কিছু না বলে মাদরাসা থেকে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। সে আলীকদমউপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ওমরআলীপাড়া পাট্টাখাইয়া গ্রামের বাসিন্দা জামালউদ্দিনের পুত্র।

প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা শামশুল হুদা ছিদ্দিকী জানান, গত ২৭ জুন সন্ধ্যা থেকে ছাত্রটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছে।

এ ব্যাপারে সোমবার (২ জুলাই) আলীকদম থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৬৫।

কোন সহৃদয় ব্যক্তি এ নিষ্পাপ শিশুটির খোঁজ পেলে ০১৮২০৪০৩৪৯৬ ও ০১৫৫৬৫৬০১২৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

Exit mobile version