নাফনদীতে বিজিবি-বিজিপির ১৯তম যৌথ টহল

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
নাফনদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পর্যায়ে এক যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
এটি দু দেশের সীমান্তরক্ষী পর্যায়ের ১৯ তম যৌথ সমন্বয় টহল । এর আগে আরও ১৮টি যৌথ সমন্বয় টহল অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে উদ্ভোত যেকোন পরিস্থতি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান এই যৌথ টহলের লক্ষ্য বলে জানা গেছে।
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান চৌধুরী জানান, ‘৬ সেপ্টেম্বর সকাল ১০-১১.৩০মিনিট পর্যন্ত টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ মিয়ানমার ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ কাইকং ক্যাম্পের পুলিশ কমান্ডার লিও নাইং লি এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল ২টি স্পীডবোট যোগে বিআরএম-১৫ হতে বিআরএম-১৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়।
এসময় মাদক পাচার বিশেষ করে ইয়াবা, নারী ও শিশু পাচার এবং মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প-ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন