নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী সরওয়ার কামালের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত নারিকেল গাছ প্রতীকের মেয়র পদপ্রার্থী সরওয়ার কামালের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সরওয়ার কামাল।

সোমবার(২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের কালুর দোকান এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে, পুলিশের বাঁধা উপেক্ষা করেই পথসভা করেছে সরওয়ার কামাল। সভায় স্বতঃস্ফূর্ত জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথসভা জনসভায় রূপ লাভ করে।

পুলিশের লাঠিচাজের্র বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকারের বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি।

মেয়রপ্রার্থী সরওয়ার কামাল অভিযোগ করে বলেন, নির্বাচনী পথসভায় যাওয়ার পথে বিনা উস্কানীতে আমার কর্মী সমর্থকদের লাঠিচার্জ করে পুলিশ। বেপরোয়া মারধরে অন্তত ১৫জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলেও কোন ব্যবস্থা নেই। অন্যদিকে আমাদের সাধারণ পথসভায়ও বাঁধা দিচ্ছে পুলিশ। নির্বাচনী কর্মীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এ কেমন আচরণ? পুলিশ তো নিজেরাই আইন শৃঙ্খলা ভঙ্গ করছে।

সরওয়ার কামাল বলেন, নারিকেল গাছ মার্কার গণজোয়ার দেখে আ’লীগ প্রার্থী দিশেহারা হয়ে পড়েছে। প্রতিটি জনপদে যখন নারিকেল গাছ মার্কার জোয়ার সৃষ্টি হয়েছে তখন আ’লীগ প্রার্থী পুলিশ ব্যবহার করে আমাদের পথসভা ও মিছিলে বাধা সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করার চক্রান্ত করছে। ইনশাআল্লাহ কোন চক্রান্ত এবং যড়যন্ত্র আমাদের বিজয়কে ঠেকাতে পারবে না। তিনি অভিলম্বে মিছিলে হামলাকারী পুলিশের প্রত্যাহার দাবি করেন।

তিনি আরও বলেন, পক্ষপাতদুষ্ট পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনী মেতায়েন করতে হবে। আ’লীগের এসকল জুলুম ও অন্যায় আচরণের প্রতিশোধ ২৫ জুলাই নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে জবাব দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান সরওয়ার কামাল। পাশাপাশি নারিকেল গাছ মার্কার সকল নেতাকর্মী ও সমর্থকদেরকে ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন