নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ জুন দুপুরে বান্দরবান জেলা প্রশাসক এর কর্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক নির্বাচিত ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীকে শপথ বাক্যপাঠ করান।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নৌকা প্রতীক মনোনয়ন দিয়েছেন। আর জনগণ নৌকা মার্কার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, এক সময় বান্দরবানে অভিজ্ঞ নেতৃত্ব ছিল না। এখন নতুনরা সেই যোগ্যতা অর্জন করেছে। আগামীতে তারা প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, সরকারি কর্মকর্তার ন্যায় একজন চেয়ারম্যানের কাজ করার নির্দেশনা রয়েছে। অনেক কাজ করার ক্ষমতা আছে তাদের। এরমধ্যে প্রথম কর্তব্য হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা। আশা রাখবো, আইন শৃঙ্খলা রক্ষায় নব নির্বাচিত চেয়ারম্যান সব সময় কাজ করবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন। উন্নয়ন কর্মকাণ্ড সব কিছু চেয়ারম্যানের মাধ্যমে হয়। সে হিসাবে জনগণের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করার সুযোগও রয়েছে ইউপি চেয়ারম্যানদের।

চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী তার বক্তব্যে এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্তব্যকালীন সকলের সহযোগিতা প্রত্যাশা এবং পার্বত্য প্রতিমন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন