parbattanews bangladesh

নাইক্ষ্যংছড়ি-কচ্ছপিয়ায় পৃথক অভিযান ইয়াবা-মদ ও এক নারীসহ আটক-৪

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি থেকে ১৬পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। অপরদিকে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফাঁড়ির পুলিশ বাংলা মদসহ লাইলা বেগম নামে এক নারীকে আটক করেছে।

শুক্রবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি এলাকা থেকে ৩১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা তাদের আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মোরগ ঘোনা গ্রামের নুর আহাম্মদের ছেলে আলি হোসেন (২২) একই ইউনিয়নের বাজার সেট এলাকার অলি আহাম্মদের ছেলে মো. আবছার(২৬) ও হাজির মাঠ গ্রামের সাবেক মেম্বার মৃত আলী আহাম্মদের ছেলে মো. ছৈয়দ আলম (২২)। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর শেখ থেকে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিষয়ে জানতে বিজিবির সাথে যোগাযোগ করুন।