parbattanews

নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ও কক্সবজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়ায় জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ইসলামী ব্যাংক রামু শাখার অধিনে পৃথক দুইটি এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে।

বুধবার (২৮ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম দক্ষিণ জোনের হেড অব ইভিপি নিজামুল হকের সভাপতিত্বে এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. জুনাইদ শাওকীর সঞ্চালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তমঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল নাইক্ষ্যংছড়ি ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।

অপরদিকে বিকাল ৫টায় গর্জনিয়া বাজার চত্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম। পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে জনসাধারণের মাঝে দ্রুত সেবা দিতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা খোলা হয়েছে। এখানে অনলাইনে যাবতীয় সেবা সমূহ এবং ইসলামী শরীয়াহ মোতাবেক, সুদবিহীন ও বিভিন্ন প্রকারের একাউন্ট খোলার সুযোগ রয়েছে।

দুই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আইবি ডব্লিউ, আইবিবিএল, এসইভিপি মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথ ছিলেন নাইক্ষ্যছড়ি কলজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এইচআরএডি, আইবিবিএল এসভিপি এজি এম কামরুল ইসলাম, খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান ও এসভিপি মো. শাব্বির, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল, রামুর সাবেক ভাইসচেয়ারম্যান ফয়জুল্লাহ মোহাম্মদ হাসান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ক্যাউচিং চাক, সদস্য সচিব মো. ইমরান মেম্বার, কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান মৌলানা মোক্তার আহাম্মদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন রামু শাখার সিনিয়র পিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. হারুনর রশিদ। নাইক্ষ্যংছড়ি এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপক মৌলানা এ এমএম জহির উদ্দিন বদরু, গর্জনিয়ার ব্যবস্থাপক কাজী ফরিদ উদ্দিন।

Exit mobile version