নাইক্ষ্যংছড়িতে সরকারের উন্নয়ন সাফল্য নিয়ে মেলার উদ্বোধন

untitled-1-copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

‘‘উন্নয়নের জন্য গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র’’ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কমল কান্তি পাল, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, বিআরডিবি কর্মকর্তা মো. তাজ নাওয়াজউল কবির, বিএলআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশাদুল আলম, ডা. মুখলেসুর রহমান মুকুল, ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম, বন কর্মকর্তা এএসএম হারুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুহম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক ক্যাউচিং চাক, সদস্য সচিব মো. ইমরান মেম্বার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. শফি উল্লাহ, নারী নেত্রী ওজিফা খাতুন রুবি, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, মহিলা মেম্বার জুহুরা বেগম, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা প্রমূখ।

মেলায় এলজিইডি, কৃষি বিভাগ ও বিএলআরআই স্টলে আগত দর্শণার্থীদের নজর কাড়ে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন