দেশে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে

চকরিয়া প্রতিনিধি:

উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক অগ্রণী ভুমিকা রাখার জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

২৮আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় ভরা মুহুরীস্থ সার্ভ হলরুম মিলনায়তনে চকরিয়ায় শেড কর্তৃক আয়োজিত ইপসা সিভিক কনসোর্টিয়াম এর সহযোগিতায় যুব গ্রুপ সদস্যদের নিয়ে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ ব্যবস্থাপনা বিষয়ক ৬দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক একথা বলেন।

তিনি আরও বলেন, শেডের পক্ষ থেকে তরুণ তরুণীদের নিয়ে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের ৬দিনের প্রশিক্ষণ সত্যিই প্রশংসার দাবি রাখে। এধরণের প্রশিক্ষণ সহিংসতা ও উগ্রবাদ থেকে যুব সমাজকে সরে আসার পথ সৃষ্টি করবে।

কর্মশালায় আলোচনা করেন চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেড এর প্রকল্প ম্যানেজার মোহাম্মদ শওকত উসমান। উপস্থিত ছিলেন প্রশিক্ষক সাহাব উদ্দিন, মো. ফরহাদ ও পিয়ারুসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন