Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

দেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি করেছেন বঙ্গবন্ধু: নাইক্ষ্যংছড়িতে জাতীয় শোক দিবসে বক্তারা

Nc News-Sok Dibos-15-08-2016 copy

 নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বিভিন্ন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের শোক দিবসে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির প্রাণ পুরুষ। তিনি আমাদেরকে স্বাধীন পতাকা দিয়েছেন। বাঙালিকে আত্মপরিচয় নিয়ে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছেন। নিজের জন্য নয়, দেশের মানুষের অধিকার আদায়ের জন্যেই তিনি রাজনীতি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক, থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহামদ, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক ক্যউচিং চাক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. শফি উল্লাহ, আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা. মো. ইসমাইল, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মো. ইমরান, ছৈয়দ আলম, মহিলালীগ নেত্রী ওজিফা খাতুন রুবি প্রমুখ।

এদিকে জাতির জনকের ৪১তম শাহাদাতবার্ষিকী পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মেডিকেল অফিসার ডা. মুবিনুল হক চৌধুরীর নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন রাধা গবিন্দ সরকার, ক্যাশিয়ার মুহাম্মদ আবুল কালাম, অফিস সহকারী মাওয়ে চাক, পরিসংখ্যানবিদ মাহাবুব প্রমুখ। এছাড়াও স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যেগে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যদিয়ে দিবসটি পালন করেছে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ, ইসলামী ফাউন্ডেশন, উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাইশরী উচ্চ বিদ্যালয়, বাইশারী নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাইশারী মডেল কেজি স্কুল, বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

অপরদিকে নাইক্ষ্যংছড়ি সদর ধুংরী হেডম্যানপাড়া ছাত্রলীগের ইউনিট কমিটির উদ্যেগেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদ ডাক বাংলোয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিট কমিটির সভাপতি অংরাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা। ইউনিট কমিটির সহ-সভাপতি জনি মার্মার পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিট কমিটির যুগ্ম সম্পাদক সুইছাই মার্মা, সাংগঠনিক সম্পাদক মংক্যওয়াং মার্মা, ওয়াংটিং চাক, থোয়াইহ্লাচিং চাক প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন