parbattanews

দেশের দ্বিতীয় রপ্তানী খাত এখন মৎস্য সম্পদ

আলীকদম প্রতিনিধি:

দেশের দ্বিতীয় রপ্তানী খাত এখন মৎস্য সম্পদ। মাছ উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তাই সরকার মৎস্যচাষকে প্রাধিকার দিয়েছে। মৎস্য সেক্টরে ২০১৫-১৬ অর্থবছরে ৩৩২ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছে। গত অর্থবছরে ৪০ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে দেশে।

‘জাতীয় মৎস্য সপ্তাহ-১৮’ উদযাপন ও বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ এসব কথা বলেন।

মাতামুহুরী নদীতে মাছের কয়েকটি অভয়াশ্রম গড়ে তোলা হলে লামা ও আলীকদম উপজেলায় প্রচুর মাছ উৎপাদন করা যাবে বলেও তিনি জানান।

Exit mobile version