parbattanews bangladesh

দীঘিনালা সেনাবাহিনীর শিক্ষাপোকরণ বিতরণ

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর তরফ থেকে শিক্ষাপোকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে শিক্ষাপোকরণ হিসেবে ১০ জোড়া বেঞ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাশাপূর্ণ চাকমা জানান, ছাত্রছাত্রীদের বসার সমস্যার বিষয়টি ছিল দীর্ঘদিনের। তারপর বিষয়টি দীঘিনালা জোনকে অবহিত করা হলে জোন থেকে বেঞ্চ প্রদানের অাশ্বাস দেয়া হয়। অাজ ১০ জোড়া বেঞ্চ হস্তান্তর করা হয়। এতে করে ছাত্রছাত্রীদের বসার সমস্যার অনেকটা সমাধান হবে।

এ ব্যাপারে দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম জানান, দীঘিনালা উপজেলায় জনগণের মাঝে অাস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সম্প্রীতি ও অাস্থা বৃদ্ধি পায় এমন কাজ ভবিষ্যতেও অব্যহত থাকবে।