parbattanews

দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে হাইকিং অনুষ্ঠিত 

দীঘিনালা প্রতিনিধি:
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্প (হাইকিং) অনুষ্ঠিত  হয়েছে।
 মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর) সকালে ন”টায়  দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার হাইকিং উদ্বোধন করেন অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা থেকে ১২ কিলোমিটার দূর মেরুং ইউনিয়ন পরিষদে গিয়ে হাইকিং শেষ হয়।
হাইকিং পরিচালনা করেন, খাগড়াছড়ি জেলা রোভারের অর্থ-সম্পাদক ও রোভার স্কাউট লিডার (আরএসএল) এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল হোসেন, রোভার স্কাউট লিডার (আরএসএল) দিদারুল আলম রাফি।
এসময় অন্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার নবারুণ চাকমা, রোভার স্কাউট লিডার ফ্লোরিতা চাকমা, রোভার স্কাউট লিডার মুমু বড়ুয়া ও রোভার স্কাউট লিডার মো. রবিউল আউয়াল। এছাড়া দীঘিনালা কলেজ এর সিনিয়র রোভার মেট সোহানুর রহমান। এতে মোট ২৭জন বয়েজ রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন।
Exit mobile version