দীঘিনালায় বন্যাকবলিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলায় বন্যাকবলিত এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(জুন) দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের সোবহানপুর এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমান কবির রতন উপস্থিত ছিলেন।

ত্রাণ নিতে আসা সোবহানপুর গ্রামে সাজেদা বেগম জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে পুরো বসতভিটা সবকিছুই পানিতে ডুবে  গেছে। রাতে পানি বাড়ায় কিছুই বাহির করতে পারিনি। এ ত্রাণ খুবই উপকারে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম জানান, এভাবে কবাখালী ই্উনিয়নে ৪শত, বোয়ালখালী ইউনিয়নে ৪শত এবং মেরুং ইউনিয়নে ৩ শত জনের মাঝে এ ত্রাণ বিরতণ করা হয়েছে। ত্রাণ সহযোগিতার প্রতি প্যাকেটে ১০কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ এবং আধা কেজি পেয়াজ রয়েছে।

উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতের আকষ্কিক পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে তলীয়ে যায়।  এতে ১২টি আশ্রয় কেন্দ্রে দুই হাজার ১শত পরিবার আশ্রয় নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন