দীঘিনালায় দুই তক্ষক পাচারকারী আটক

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় দুইজন তক্ষক পাচারকারীকে তক্ষকসহ আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এদের একজন গাজিপুরের জয়দেবপুর থানার গজারিয়া এলাকার শাখাওয়াত মণ্ডলের ছেলে মো. শেখ সাদি মণ্ডল (৩১) এবং অপরজন দীঘিনালার ভূইয়াছড়ি এলাকার ফজর আলির ছেলে মোফাজ্জল হোসেন (২৮)।

জানা যায়, বৃহস্পতিবার(৪জানুয়ারি) উপজেলার বেতছড়ি নিরাপত্তাক্যাম্প এলাকায় নিরাপত্তা বাহিনীর চৌকিতে তল্লাশির সময় তক্ষকসহ এদের আটক করা হয়।

শেখ সাদি জানান, তিনি সৌদিয়া বাসের সুপারভাইজার। তক্ষকটি মোফাজ্জলের মাধ্যমে ২০টাকায় কিনেছেন। তার গাড়ির চালক সুমন তক্ষক কিনতে তাকে পাঠিয়েছেন বলে দাবি সাদির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মো. শেখ শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে।

শেখ সাদির ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং মোফাজ্জলের ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত তক্ষক বনবিভাগের কর্মকর্তার মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন