parbattanews

দীঘিনালায় আদিবাসী সাংবিধানিক স্বীকৃতির দাবিতে র‌্যালি 

দীঘিনালা প্রতিনিধি:

” আদিবাসী জনগণের দেশান্তর প্রতিরোধসহ সাংবিধানিক স্বীকৃতির দাবিতে” র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার(৯ আগস্ট) উপজেলা আদিবাসী উদযাপন কমিটির উদ্যোগে র‌্যালিটি উপজেলার লারমা স্কোয়ার থেকে শুরু হয়ে উপজেলা জনসংহতি সমিতি’র কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা পক্ষ )র সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনসংহতি সমিতি ( জেএসএস-এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা।

সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, উপজেলা জেএসএস সহ-সভাপতি শান্তি লোচন দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি হেমব্রত কার্বারী এবং উপজেলা জেএসএস এর সদস্য সমির চাকমা  প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগণের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

Exit mobile version