দারুল আরক্বম মাদ্রাসার সাফল্য

 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

শতাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে সফলতা অর্জন করেছে কক্সবাজারের দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ তামিম।

ইসলামাবাদ ইসলামী কক্স সোসাইটি এর উদ্যোগে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮-এ তিনি এ সফলতার অর্জন করেন।

বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২০ পারা গ্রুপে শতাধিক প্রতিযোগীর মাঝে চমৎকার তিলাওয়াতের বদৌলতে ২য় স্থানে জয়ী হয় মোহাম্মদ তামিম। এ সফলতার জন্য তামিমকে প্রতিযোগিতা আয়োজক কর্তৃপক্ষ নগদ অর্থ পুরস্কার ও সনদ প্রদান করেছেন।

এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী বলেন, পুরস্কার কিংবা সনদের উদ্দেশ্যে দারুল আরক্বমের পথচলা নয়। আমাদের উদ্দেশ্য কক্সবাজার থেকে আন্তর্জাতিকমানের হাফেজ, তাক্বওয়া সম্পন্ন প্রজন্ম ও বিশ্বময় কুরআনের পতাকাবাহী উম্মত তৈরি করা।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়ও মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি সকলের নিকট দোয়া চাচ্ছি-আল্লাহ যেন আমাকে দ্রুত শেফা দান করেন। শীঘ্রই মাদ্রাসাটি চতুর্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এবছর ১০জন শিক্ষার্থী তাদের হিফজ্ সম্পন্ন করবে”।
চমৎকার একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করবো ইনশা আল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন