দক্ষতা অর্জনের মাধ্যমে চাষীদেরকে অধিক ফলন উৎপাদন করতে হবে

Pic Ukhiya 29-05-2017 (1) copy

উখিয়া প্রতিনিধি:

সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) এর আওতায় স্থাপিত কৃষক মাঠ স্কুলের উদ্যোগে মাঠ দিবস শনিবার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত এ কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আকম. শাহরীয়ার। স্থানীয় ব্যবসায়ী আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম শাহজাহানের উপস্থানায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ছিদ্দিক। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মোস্তাক আহমদ, ফিরোজ মিয়া ও সরওয়ার হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-পরিচালক আকম. শাহরীয়ার বলেন, প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগাতে পারলে অধিক ফলন উৎপাদনের পাশা-পাশি কৃষকরা হাস, মুরগী ও গবাদি পশু এবং মাছ চাষ করে সাবলম্বী হওয়া সম্ভব হবে। পরে কৃষক মাঠ স্কুলের বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের স্টল গুলো পরিদর্শন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন