parbattanews

থানচি’র নৌ যোগাযোগ বিচ্ছিন্ন

থানচি প্রতিনিধি:

সকাল-সন্ধ্যা প্রবল বৃষ্টি এবং সাংগু নদীর পানির আকষ্মিক বৃদ্ধিতে থানচি উপজেলা সদর হতে রেমাক্রী তিন্দুর দুই ইউনিয়নের যোগাযোগ বিছিন্ন রয়েছে। সেই সঙ্গে নৌ চলাচলও বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল-সন্ধ্যা টানা ভারী বৃষ্টি ও সাংগু নদীর পানি বৃদ্ধির কারণে এ অবস্থা সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।

এদিকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচলও সীমিত হয়ে আসছে। বাস চালক ও যাত্রীরা জানান, রেমাক্রী তিন্দু ও পাহাড়ে বসবাসরত লোকজন বৃষ্টির কারণে উপজেলা সদরে আসতে না পারায় থনাচি থেকে বান্দরবানগামী নিয়মিত বাস দৈনিক ৫ ট্রিপ থেকে কমিয়ে আনছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে থানচি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সাত্তার ভূঞাঁ জানান, নদীর পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের যাতায়াতে নিষেধ করা হয়েছে।

সাংগু নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত নৌ চলাচলে বিঘ্ন হওয়ারও আশংকা করছেন অনেকে।

Exit mobile version