থানচিতে ৯শত হত দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ   

 থানচি প্রতিনিধি:

প্রত্যন্ত অঞ্চলে প্রচণ্ড শীতের মাঝে বিভিন্ন বয়সের  হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ড. মেহ্লাপ্রু মারমা।

তিনি বলেন,  আমি একজন মানুষ হিসেবে জনকল্যাণের মানবতা সেবায় নিয়োজিত আছি এবং যত দিন বেঁচে থাকবো তত দিন এই কাজ করে যাবো।

এপিজে ড. আবুল কালাম বলেছিলেন, ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়না। মানব সেবা আমাকে ঘুমাতে দেই না। আপনাদের শীতের কষ্ট আমার ঘুমকে হারাম করে দিয়েছে। তাই আপনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য ও দায়িত্ব।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় থানচি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শীত বস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মীনি ড. মে হ্লা প্রু মারমা এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনি মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমেচিং মারমা, বান্দরবান পৌর মেয়রের সহধর্মীনি কামরুন নেছা বেবী, বান্দরবান জেলা পরিষদের সদস্য থোইহ্লা মং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উবামং মারমা, রাজবীলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসিং মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, শ্রমিক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মোহসিন মিঞা, যুবলীগের সাধারণ সম্পাদক রেংচিং ম্রো, সহ-সভাপতি অনিল ত্রিপুরা, ছাত্রলীগের সভাপতি জর্জ কলিন্স ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ঝন্টু কর্মকার প্রমুখ।

সভা শেষে থানচি সদর ইউনিয়নের ৯শত হত দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন