থানচিতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

book

থানচি প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে উপজেলা  প্রাথমিক শিক্ষা বিভাগে ৩২টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার কোমলমতি শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে প্রায় ৬শত শিক্ষার্থীদের হাতে প্রথম পর্যায়ে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বাকি গুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলেও প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন জানিয়েছেন। এ দিকে মাধ্যমিক শিক্ষা বিভাগের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২শত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪শত শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক  তুলে দিয়েছে বলেও খবর পাওয়া যায় । স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটি, জনপ্রতিনিধিদের নিয়ে রোববার সকাল ১০টায়  বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় ।

থানচি সরকারি উচ্চ বিদ্যালয় নতুন বছরে নতুন পাঠ্যপুস্তক বিতরনে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, এ সময় ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, স্থানীয় এমপি’র স্থায়ী প্রতিনিধি মংথোয়াইম্যা মারমা (রনি) মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইদ হাসান, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ওসি আবদুর সাত্তার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবামং মারমা, সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, সহকারী শিক্ষক শাহদাৎ হোসেন ও মনির আহম্মদ  উপস্থিত থেকে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন