থানচিতে তৃণমূল সাংবাদিকদের মৌলিক বিষয়ের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

থানচি প্রতিনিধি:

থানচিতে তৃণমূল সাংবাদিকতা মৌলিক বিষয়ের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। মঙ্গলবার হতে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী কর্মশালায় ২২জন তৃণমূল সাংবাদিকরা স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করে। থানচি উপজেলা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ ক্ষেত্র তৈরির লক্ষ্যে এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি ( বিএনকেএস) আয়োজন করে।

দাতা সংস্থা একশন এইড বাংলাদেশ সহযোগিতায় সংবাদের উৎস, সংবাদের সোর্স, সংবাদ লেখা কলা কৌশল তথ্য অধিকার আইন, ফটোগ্রাফিক্স, অনুসন্ধানীয় প্রতিবেদন তৈরি, একান্ত ও বিশেষ স্বাক্ষাতকারসহ নানা বিষয়ে আলোচনা করেন।

আলেচনা অংশ নেন প্রথম আলো বান্দরবান জেলার প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, মানব কন্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মংখিংসাইন মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) প্রশিক্ষণ প্রদান করেন।

এ উপলক্ষে বিএনকেএস এর উপজেলা কার্যালয়ের সভা কক্ষে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার সকাল ১০টা উদ্বোধন করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, সভাপতিত্ব করেন বিএনকেএস প্রোগ্রাম ম্যানেজার পেশল চাকমা, তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনি ঘটে বৃহস্পতিবার।

সমাপনি দিনে বিএনকেএস এর ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার উবানু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাপনি বক্তব্য রাখেন থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি  মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিশেষ অতিথি হিসেবে  বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি সভাপতি মংওয়াংশৈ মারমা, বিএনকেএস  মাতৃছায়া কেন্দ্রের চিকিৎসক উবাথোয়াই মারমা প্রমুখ।

প্রশিক্ষণ শেষে থানচি উন্নয়ন বার্তা নামে নিয়মিত প্রকাশিত মাসিক পত্রিকা পরিচালনা পর্ষদ উবানু মারমাকে প্রধান সম্পাদক রেখে ১৭জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন