Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

থলিপাড়ায় পিতা-পুত্র হত্যাকান্ডে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ

Khagrachari Pic 04
সংবাদ বিজ্ঞপ্তি : খাগড়াছড়ি সদর উপজেলার থলিপাড়া এলাকায় গত ১১ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত স্থানীয় গ্রামবাসী চিরঞ্জিব ত্রিপুরা (৫৫), তার পুত্র কর্ণ ত্রিপুরা (৩০) এবং নিহত চিরঞ্জিব ত্রিপুরার স্ত্রী ভবেলক্ষী ত্রিপুরা (৪৫) ও পুত্রবধু বিজলী ত্রিপুরা (২৫) আহত হওয়ার ঘটনায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, এটি একটি নৃশংস হৃদয়বিদারক হত্যাকান্ড।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ পরিবার মর্মাহত। ইতোমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ নৃশংস হত্যাকান্ডের বিষয়টি পারিবারিক অভিযোগ, স্থানীয় সূত্র ও খাগড়াছড়ি পুলিশ ও প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে,  ঘটনাটির পারিবারিক দ্বন্ধের কারনে সংঘটিত হয়েছে।

অথচ, খাগড়াছড়ি পার্বত্য জেলার শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে একটি মহল প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে অপরাজনীতির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, নিরীহ গ্রামবাসী পিতা-পুত্র হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন, খুনীদের গ্রেফতার পূর্বক শাস্তি প্রদান নিশ্চিত করনে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা প্রদানে অনড় অবস্থানে রয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।

এ নিয়ে কোন প্রকার অপরাজনীতি, দুষ্টচক্রের পায়তা  রা রোধকল্পে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনসাধারন, জেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন