Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

তিনদিনের ছুটিতে পর্যটকের ঢল নামতে যাচ্ছে কক্সবাজারে, বুকিং হোটেল-মোটেল

কক্সবাজার প্রতিনিধি:

তিনদিনের ছুটিতে পর্যটকের ঢল নামতে যাচ্ছে কক্সবাজারে। ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের জন্য আগাম বুকিং হয়ে গেছে কক্সবাজারের সব হোটেল, মোটেল ও রিসোর্ট। পর্যটন শহরটিতে বেড়াতে আসা পর্যটকরা অবস্থানের জন্য কোনো কক্ষ খালি পাচ্ছেন না। ফলে কক্সবাজার আসার পরিকল্পনা বাদ দিতে হচ্ছে অনেককেই। ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে ছুটি আগামী বৃহস্পতিবার। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। টানা তিনদিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নামবে।

এরই মধ্যে এখানকার হোটেল, মোটেল, কটেজগুলোর কক্ষ আগাম বুকিং দিয়ে ফেলেছেন তারা। ফলে এখন কক্সবাজারের কোনো হোটেলেই এখন আর একটিও কক্ষ খালি নেই। এদিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক সজ্জা ও রাস্তার দু-পাশে লাইটিংয়ের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। অপরদিকে হোটেল ব্যবসায়ীরা পর্যটকদের কাছ থেকে গলাকাটা বানিজ্য করে প্রতিনিয়ত পর্যটন মৌসুমের কথা বলে মোটাংকের টাকা হাতিয়ে নিচ্ছে। হোটেলের নির্দিষ্ট ভাড়া তালিকার নিয়ম না মেনেই যেমন ইচ্ছা তেমন করে হাকিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ কারনে প্রতিনিয়ত দুর্ভোগ ও নানা বিড়ম্বনার শিকার হচ্ছে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা।

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, শহরের ৪০০টির বেশি হোটেলের মধ্যে প্রায় সবগুলোর কক্ষ আগামী বৃহস্পতিবার, শুক্র ও শনিবার পর্যন্ত বুকিং হয়ে গেছে।

কুমিল্লা থেকে সাংবাদিক মনোয়ার হোসেন একটি গ্রুপ নিয়ে ২১ ফেব্রুয়ারি কক্সবাজারে বেড়াতে আসতে চেয়েছিলেন। ২ ফেব্রুয়ারি তিনি রুম বুকিংয়ের জন্য যোগাযোগ করেন কক্সবাজারের বিভিন্ন হোটেল-মোটেল ও রিসোর্টে। কিন্তু আশ্চর্য কক্সবাজারের একটি হোটেল, মোটেল, রিসোর্টেরই কক্ষ খালি নেই। আগে থেকেই সব বুকিং হয়ে গেছে। ফলে কক্সবাজার আসার পরিকল্পনা বাদ দিতে হয়েছে। কেবল তারাই নয়, কক্সবাজারে বেড়াতে আসতে ইচ্ছুক এমন অনেককেই এখন বিপাকে পড়তে হচ্ছে। কোনো হোটেল-মোটেলে সিট খালি পাচ্ছেননা তারা। জানা যায়, আগামী বৃহস্পতিবার মহান ভাষা দিবসের ছুটি। আর শুক্রবার ও শনিবার তো সাপ্তাহিক ছুটিই। টানা তিন দিনের এই ছুটির কারণে কক্সবাজারে ঢল নামবে পর্যটকদের।

এতে করে যারা এখনো রুম বুকিং দেননি কিন্তু ভাষা দিবসের ছুটিতে কক্সবাজার আসার পরিকল্পনা করেছিলেন তাদের পড়তে হচ্ছে বিপাকে। পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের সমুদ্র সৈকত, পাথুরে বীচ ইনানী, দরিয়ানগর, মহেশখালীর আদিনাথ, টেকনাফের সেন্টমার্টিন, রামুর বিভিন্ন পর্যটন এলাকাসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে ছুটি পেলেই ছুটি আসেন পর্যটকরা।

কক্সবাজার ট্যুর অপারেটর এসোসিয়েশন (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, ২১, ২২, ও ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারের সব হোটেল/রিসোর্ট প্রায় পূর্ণ। আগে থেকে যারা বুকিং নিশ্চিত করেননি, সম্ভবতঃ তাদেরকে হতাশ হতে হবে এবার।’ রেজা আরো বলেন, পর্যটকরা আসছেন। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার সড়কের খারাপ দশাসহ কিছু সমস্যার কারণে তাদের ধরে রাখা যাচ্ছে না।

সেন্টমার্টিন সী-প্রবালের পরিচালক আবদুল মালেক জানান-২১ ফেব্রুয়ারিসহ টানা তিনদিন ছুটি হওয়ায় ২ মাস আগে থেকে হোটেল বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক রুম চেয়ে ফোন করছে কিন্তু রুম না থাকায় দেয়া যাচ্ছেনা।

কক্সবাজারের তারকামানের হোটেল লংবীচের অপারেশন অফিসার মোহাম্মদ তারেক বলেন, বৃহস্পতিবার, শুক্র ও শনি হোটেলের কোনো কক্ষ খালি নেই। এক মাস আগেই বুকিং হয়ে গেছে। তবু প্রতিদিন অনেকে কক্ষ বরাদ্দ নিতে ফোন করেন। তাদের হতাশই হতে হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, টানা ছুটিতে হোটেলের কোনো কক্ষ খালি নেই বলে অবগত রয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল ব্যবসায়ীদের পর্যটকদের সেবার মান বাড়ানোসহ সবধরনের সহযোগিতা প্রদানের জন্য চিঠি দেয়া হয়েছে। পর্যটকদের যাবতীয় নিরাপত্তা দেয়ার ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশসহ সমস্ত বাহিনী প্রস্তুত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন