টেকনাফে ৭২ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস, মিনিট্রাক জব্দ

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ টাকার ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

শনিবার (২১ জুলাই) দুপুর ২টায় টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারে যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলােয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত জালের মূল্য সাড়ে ৪ লাখ টাকা। তিনি আরও জানান, জাল জব্দ ও পোড়ানোর সময় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানসহ পুলিশের এসআই নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

অপরদিকে শনিবার সকালে টেকনাফে বিজিবি সদস্যরা মেরিনড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার চোরাই কারেন্ট জালসহ একটি পিকআপ জব্দ করেছে।

জানা যায়, বাহারছড়া শীলখালী অস্থায়ী চেকপোস্টের মাঠপাড়া সড়কে অবস্থান নেয় বিজিবি। গাড়ি কাছাকাছি আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র চালক গাড়ি ফেলে গ্রামের ভেতর হয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে (চট্টমেট্টো-ন-১১-৪৬১২) পিকআপটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশী চালিয়ে চোরাই পথে আসা প্রায় ৬৮ লক্ষ ১২ হাজার টাকা মূল্যমানের ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল ও মিনি পিকআপটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন