parbattanews bangladesh

টেকনাফে যুবকের আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

টেকনাফের বাহারছড়ায় অভিমানী এক যুবক আত্মহত্যা করেছে বলে জানাগেছে। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার মৃত মীর কাশেমের ছোট ছেলে ও ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. ইলিয়াছের ছোট ভাই। তার নাম আয়াত উল্লাহ (২৮)।

তাকে গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করা হলে এসআই শেখ সজীব ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির পশ্চিম পাশে আম গাছে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে।

৪ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেন।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। তবে বিয়ে সংক্রান্ত বিষয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলেই অনেকে মনে করছেন।