parbattanews

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ১৪টি সেড

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গারা। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বাড়ছে নানা অপরাধ।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে হঠাৎ টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয় তা এখনও জানা যায়নি। এতে ১৪ টি সেড পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এতে টেকনাফ- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে উৎকণ্ঠা ও রোহিঙ্গা পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। উগ্রবাদি সশস্ত্র কিছু রোহিঙ্গারা হঠাৎ নাশকতা শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এর নেপথ্য কতিপয় এনজিও কাজ করছে বলেও অভিযোগ উঠেছে।
ইতোমধ্যে রোহিঙ্গাদের অপহরণ করে হত্যা, হত্যার চেষ্টা, মুক্তিপণ বাণিজ্যের মত অপরাধও রোহিঙ্গারা শুরু করেছে। তারা এখন পুরোপুরি সহিংস মনোভাব নিয়ে এগুচ্ছে। এর নেপত্যে কারা তা খতিয়ে দেখা এখন সচেতন মহলের দাবি।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ওমানী সেডে রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ১৪ টি সেড পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
Exit mobile version