জেলা পরিষদের সাথে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাঙামাটি প্রতিনিধি:

সাম্প্রতিক পাহাড় ধ্বস বিষয় নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএনডিপি’র প্রতিনিধি দল। বুধবার সকালে পরিষদের চেয়ারম্যান অফিস কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এসময় সাক্ষাৎকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, ইউএনডিপি’র রিকোভারি এ্যাডভাইজার সীতাগিরি, ইউএনডিপি কর্মকর্তা বিপ্লব চাকমা ও ঐসৌর্য্য চাকমা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইউএনডিপি’র প্রতিনিধি দল পাহাড় ধ্বস ও বন্যার কারণ জানতে চাইলে পরিষদের সদস্যরা বলেন, একদিকে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ও বৃক্ষনিধন করে বাড়িঘর নির্মাণ ভূমিধ্বসের মূল কারণ।অন্যদিকে কাপ্তাই বাঁধ হওয়ার পর থেকে অদ্যাবধি ড্রেজিং না করার ফলে হ্রদে দিন দিন মাটি ভরাটের কারণে বন্যা হচ্ছে।

সদস্যরা বলেন, প্রত্যান্ত অঞ্চলে বনায়নের বিষয়ে পরিষদ হতে গাছের চারা ও সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে। সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য পরিষদ হতে তাৎক্ষনিক নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ভিজিএফ এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অন্তত ৩মাস-৬মাস পর্যন্ত খাদ্যশষ্য প্রদানে পার্বত্য মন্ত্রনালয়ের সচিব এর সাথে আলাপ করা হয়েছে। দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পাশাপাশি ইউএনডিপিকে এগিয়ে আসার আহ্বান জানান সদস্যরা।

ইউএনডিপি’র প্রতিনিধি দল বলেন, আবহাওয়া অফিসের সাথে সমন্বয় রেখে প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাস জেনে অন্তত এক সপ্তাহ আগে যদি সতর্ক বার্তাগুলো ঝুঁকিপূর্ন এলাকায় পৌঁছানো যায় তাহলে ক্ষয়ক্ষতির পরিমান অনেকাংশে কম হবে।

এছাড়া সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইউএনডিপি’র পরিকল্পনা রয়েছে বলেও জানান ইউএনডিপি’র প্রতিনিধি দল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন