Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে টেকনাফে প্রতিবাদ সভা

টেকনাফ প্রতিনিধি:

মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার পবিত্র শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে কক্সবাজার জেলার টেকনাফে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা আদর্শ শিক্ষা নিকেতন মাঠে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন,  দলমত নির্বিশেষে সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করবো। সৃষ্টির প্রথম থেকেই সমগ্র মুসলিম জাতি লড়াই করে আসছে। আমরা মুসলমানদের প্রথম কেবলা ফিরিয়ে আনতে প্রয়োজনে শহীদ হয়ে যাবো। এই স্থানেই রাসুল (সাঃ) থেকে শুরু করে সকল নবী রাসুলগণ সালাত আদায় করেছিলেন।

এই পবিত্র স্থানকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প আর একটা বিশ্বযুদ্ধের উস্কানি দিয়েছে। জেরুজালেম কখনো অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলের রাজধানী হতে পারে না। মুসলিম বিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছেন। ট্রাম্পের ঘোষণা সম্পূর্ণ অবৈধ।

অবিলম্বে ট্রাম্পের এ ঘোষণা প্রত্যাহার করতে হবে। ঐতিহাসিকভাবে জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। তাই জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা দিতে হবে। এ জন্যে ওআইসিসহ মুসলিমবিশ্বকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। অতি সত্বর এ স্বীকৃতি বাতিলের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. রফিক উদ্দীন, ওলামা পরিষদের সভাপতি মাও. মাহবুবুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন