parbattanews

জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক চন্দ্রঘোনা ইউপি কার্যালয়ে কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি:

বাল্য বিবাহ প্রতিরোধ করুন, নারীর প্রতি বৈষম্য মূলক আচরণ থেকে বিরত থাকুন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কাপ্তাই চন্দ্রঘোনা ইউপি পরিষদ কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ সেপ্টেম্বর) কমিউনিটি হেলথ প্রোগ্রাম এবং খ্রীষ্ঠিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা আয়োজনে ইউপি সদস্য আলী আশরাফের সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রেগ্রাম অফিসার বিজয় মারমার সঞ্চালনায় দিন ব্যাপী জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেক্স্র , জেন্ডার, বাল্য বিবাহ বিভিন্ন করুনীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা আবুল বশর, যুবলীগ নেতা তানভীর আহমেদ ছিদ্দিকী, ইমাম আশেক এলাহী, ধর্মীয় নেতা ক্ষামানন্দ ভিক্ষু, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো: কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সাংবাদিক নজরুল ইসলাম লাভলুসহ জনপ্রতিনিধি, কার্বারী ও ধর্মীয় নেতা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version