parbattanews bangladesh

জাতীয় ঐক্য গঠনে আওয়ামী লীগ সরকার আন্তরিক নয়: মীর্জা ফখরুল

 

কক্সবাজার প্রতিনিধি:

‘রোহিঙ্গা সংকট সমাধানে এই সময়ে জাতীয় ঐক্যের প্রয়োজন। জাতীয় ঐক্য গঠনে আওয়ামী লীগ সরকার আন্তরিক নয়।’ বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর  বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, রোহিঙ্গা পরিস্থিতি খুবই ভয়াবহ।  কুটনৈতিক তৎপরতার মধ্যদিয়ে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। আর রোহিঙ্গাদের সম্মানের সাথে মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলসহ অন্যান্য কেন্দ্রিয় নেতারা।